বেশ কয়েকদিন ধরে সৌদি আরবে ঝরছে বৃষ্টি। গতকাল দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে। কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টি ও তুষারপাতের আশঙ্কাও আছে। এদিকে বৃষ্টি হওয়ার কারণে সরাসরি না হয়ে স্কুল চলবে অনলাইনে।
সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) রোববার জানিয়েছে যে মঙ্গলবার পর্যন্ত দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাত হবে। মক্কা, মদিনা, আল জুফ, তাবুক, হেইল, আল কাসিম, আল শারকিয়া, রিয়াদ ও আল বাহাতে বৃষ্টি হবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এসব এলাকায়।
জেদ্দা কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে। স্কুলের শিক্ষার্থীদের ক্লাস হবে অনলাইনে ‘মাদ্রাসাটি প্ল্যাটফর্মে’। এ অনলাইন ক্লাসে সবাইকে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।
news24bd.tv/আজিজ