রোমে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির শীতকালীন পিঠা উৎসব

রোমে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির শীতকালীন পিঠা উৎসব

ইতালি প্রতিনিধি :

ইতালির রোমে বাংকার ব্যবসায়ীদের সর্বপ্রথম সংগঠন বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির আয়োজনে এই প্রথমবারের মতো শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।  

শীতের হরেক রকমের পিঠার সমহার ঘটে এই উৎসবে। প্রবাসী নারীরা নিজেদের হাতে দেশীয় সংস্কৃতির হরেক রকমের পিঠা নিয়ে আসেন। উৎসবে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী।

পিঠা মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সভাপতি জাহাঙ্গীর আলম সাহেদের সভাপতিত্বে,  শাহ আলম ও কোষাধ্যক্ষ কামরুল হাসানের যৌথ পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সহ-সভাপতি শাহজাহান পটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সুজন হাওলাদারসহ কার্যকরী ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ।  

কমিউনিটি নেতাদের মধ্যে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দীকি বাচ্চু, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সাবেক কাউন্সিলর আইয়ুব খান প্রিন্স সহ কমিউনিটির নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সত্যিই বাংলাদেশ বাংকার সমিতির প্রথম পিঠা উৎসবের আয়োজন ছিল চমৎকার।

প্রবাসে সবাই মিলে বাংলার সংস্কৃতি বিদেশিদের মাঝে তুলে ধরব এটাই হোক আমাদের লক্ষ।  

news24bd.tv/কামরুল