উর্ফি জাভেদ, নামটা শুনলেই মনে পড়ে যায় তাঁর হরেক রকম ফ্যাশনেবল ড্রেসের কথা। তাঁর ফ্যাশন সেন্স নিয়ে অবশ্য নানা রকমের মতামত রয়েছে। খোলামেলা পোশাক তো দূরের কথা, প্রায়শই তিনি কাপড়ই রাখেন না শরীরে। কখন সেফটিপিন, কখনও সেলোটেপ, কখনও আবার কাগজ দিয়েই নিজের পোশাক বানিয়ে নেন উর্ফি।

সম্প্রতি একটি ছবি পোস্ট করেন উর্ফি।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে, জাভেদ আখতারের সঙ্গে তাঁর ছবি শেয়ার করেছেন উর্ফি। নিজের পোশাকের জন্য প্রায়ই খবরের শিরোনামে থাকেন উর্ফি। ছবিতে তাঁকে একটি নীল ওভারকোট পরে দেখা গিয়েছে। অন্যদিকে জাভেদ কালো শালের সঙ্গে ধূসর কুর্তা পরেছিলেন। ছবিতে দুজনকেই হাসিমুখে ক্যামেরার দিকে পোজ দিতে দেখা গিয়েছে। ক্যাপশনে উর্ফি লিখেছেন, ‘অবশেষে আজ আমার ঠাকুরদার সঙ্গে দেখা হয়েছে। এছাড়াও তিনি একজন কিংবদন্তি, ঠিক সকালে অনেক লোক সেলফির জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি কাউকে প্রত্যাখ্যান করেননি, হাসিমুখে সবার সাথে কথা বলেছেন। তিনি খুব আন্তরিক ছিলেন! আমি আপ্লুত’। তিনি তাঁর ক্যাপশনে গোলাপ, হাসি এবং হৃদয়ের ইমোজি যোগ করেছেন।