আচমকাই ফুটবলকে বিদায় বললেন গ্যারেথ বেল

সংগৃহীত ছবি

আচমকাই ফুটবলকে বিদায় বললেন গ্যারেথ বেল

অনলাইন ডেস্ক

হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েলসের উইংগার গ্যারেথ বেল। ৩৩ বছর বয়সেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন এক সময়ে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক দুই বার্তায় জাতীয় দল এবং ক্লাব ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ওয়েলসের ইতিহাসে অন্যতম সফল এই খেলোয়াড়।  

বিবৃতিতে বেল বলেন, অনেক বিবেচনার পর আমি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।

তিনি আরও বলেন, আমার ভালোবাসার খেলা ফুটবল খেলতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।
  
স্কুলে পড়ার বয়সে বেল যোগ দেন সাউথ্যাম্পটনে। ২০০৬ সালের এপ্রিলে সিনিয়র দলে হয় অভিষেক। এর কিছু দিন পর দেশের হয়েও অভিষেক হয় তার।
প্রায় ১৭ বছর পর ইতি টানলেন বর্ণাঢ্য ক্যারিয়ারের।

১৯৫৮ সালের পর প্রথমবারের মতো ওয়েলসের বিশ্বকাপের মঞ্চে আসায় দারুণ ভূমিকা ছিল বেলের। কিন্তু জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতা বিশ্বকাপে দলকে টেনে নিতে পারেননি। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় তার দল।

ওয়েলসের হয়ে ২০১৬ ও ২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেন বেল। দেশটির হয়ে সবচেয়ে বেশি ১১১ ম্যাচ খেলার কীর্তি তার।

দেশের হয়ে জেতা হয়নি কোনো শিরোপা। তবে ক্লাব ফুটবলে সাফল্য পেয়েছেন মুঠো ভরেই। খেলেছেন সাউথ্যাম্পটন, টটেনহ্যাম হটস্পার্স এবং রিয়াল মাদ্রিদে। তার সবশেষ দল ছিল লস অ্যাঞ্জেলেস। এক সময় ছিলেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার।

রিয়ালের হয়ে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। অনেকের চোখে তিনিই ওয়েলসের সর্বকালের সেরা ফুটবলার।  

news24bd.tv/আজিজ