গ্রামে বসেই পাওয়া যাবে শহরের চিকিৎসা: স্বাস্থ্যমন্ত্রী

গ্রামে বসেই পাওয়া যাবে শহরের চিকিৎসা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মানুষকে চিকিৎসা নিতে গ্রাম থেকে ঢাকায় আসতে হবে না। সে অনুসারে পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে একথা জানান তিনি।

ওষুধের নিরাপদ ব্যবহার নিশ্চিতে নীতিমালা করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সংলাপে মন্ত্রী বলেন, যত্রতত্র এন্টিবায়োটিক ব্যবহারের কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এমনকি পোলট্রি ও ডেইরি সেক্টরে এন্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, যা খাবারের মাধ্যমে মানুষের শরীরে ঢুকছে। এগুলো নিয়ন্ত্রণের জন্য নীতিমালা করা হবে।

সেজন্য কাজ চলছে।

তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের একটি ‘হেলথ কার্ড’ থাকবে। এরইমধ্যে এমন পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। ভেজাল চিকিৎসা কিংবা ভেজাল ওষুধ তৈরি না হয়, সেদিকেও জোর দেয়া হয়েছে।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন হাসপাতালের মানের ওপর ভিত্তি করে তার ক্যাটাগরি নির্ধারণ করে দেওয়া হবে। হাসপাতালের মান বাড়াতে অ্যাক্রিডেশন আইন করা হচ্ছে। সরকারি হাসপাতালও এ আইনের আওতায় থাকবে, যাতে হাসপাতালগুলো জানতে পারে, তাদের মান কেমন।

news24bd.tv/FA