বিপিএলে শততম ম্যাচ খেললেন মুশফিক

ফাইল ছবি

বিপিএলে শততম ম্যাচ খেললেন মুশফিক

অনলাইন ডেস্ক

প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নেমে এ মাইলফলক স্পর্শ করলেন তিনি।

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মুশফিক। বিপিএলে এ পর্যন্ত ৯৯ ম্যাচে ব্যাট করতে নেমে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৫৮২ রান করেছেন তিনি।

টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশ ওডিআই দলের ক্যাপ্টেন তামিম ইকবাল খান। তিনি  ৮১ ম্যাচে ২ হাজার ৬৭৬ রান করেছেন।

বিপিএলে মুশফিকের ব্যাটিং গড় ৩৭ দশমিক ৯৭। কোন সেঞ্চুরির দেখা না পেলেও করেছেন ১৬টি হাফ-সেঞ্চুরি।

তার সর্বোচ্চ রান ৯৮।  

এ ছাড়াও উইকেটের পেছনে ৫৭টি ক্যাচ ও ১০টি স্টাম্প করেছেন মুশি। তবে দুভাগ্য খেলোয়াড় হিসেবে বিপিএলে এখনও শিরোপার স্বাদ পাননি তিনি। তার দল একবার রানার্স-আপ হয়।

news24bd.tv/হারুন