চলে গেলেন ডিআরইউ’র সাবেক সভাপতি মোস্তাক

সাংবাদিক মোস্তাক হোসেন

চলে গেলেন ডিআরইউ’র সাবেক সভাপতি মোস্তাক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি মোস্তাক হোসেন আর নেই (ইন্না লিল্লাহি.....রাজিউন)।

আজ (৩ সেপ্টেম্বর,সোমবার) সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। কিডনি সংক্রান্ত নানা জটিলতায় ভুগছিলেন প্রবীণ সাংবাদিক মোস্তাক।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

যদিও বৃহস্পতিবার ডায়ালাইসিস করে তিনি বাসায় ফেরেন। তবে শুক্রবার ফের অসুস্থ হয়ে পড়লে জাতীয় কিডনি ইনস্টিটিউটের সিসিইউতে ভর্তি করা হয় তাকে।

সাংবাদিক মোস্তাক হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়েছেন সরকার প্রধান।

news24bd.tv

ছবি: ডিআরইউ প্রাঙ্গনে মোস্তাক হোসেনের জানাজা

আজ দুপুর ৩টায় ডিআরইউতে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ডিআরইউ সদস্য ছাড়াও বিএফইউজে, ডিইউজেসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে মোস্তাক হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য সাংবাদিকতার জীবনে  জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নেরও সদস্য ছিলেন মোস্তাক হোসেন।

মোস্তাক হোসেনের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ গভীর শোক প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, সাবেক সভাপতি মোস্তাক হোসেনের মৃত্যুতে দু'দিনের শোক ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এ উপলক্ষে মঙ্গল ও বুধবার ডিআরইউ’র পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সদস্যরা কালো ব্যাজ পরবেন।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর