হাঁসের মাংস খেয়ে বাড়ি ফিরছিলেন তিন হতভাগা

প্রতীকী ছবি

হাঁসের মাংস খেয়ে বাড়ি ফিরছিলেন তিন হতভাগা

অনলাইন ডেস্ক

রাজশাহীর পবা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে শাহীন (৪০), সোহাগ(২৮), রাকিব (২৬) নামে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল চারটার দিকে মহানগরীর কর্ণহার থানার ডাংগেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহত শাহীন আবু সাইদের ছেলে। সোহাগ মো. বাবলুর ছেলে এবং রাকিব কাঁঠালবাড়িয়ার আনোয়ারের ছেলে।

ওসি ইসমাইল হোসেন জানান, শহর থেকে একটি মোটরসাইকেলে ওই তিনজন পবার দর্শনপাড়ায় এসেছিলেন। দর্শনপাড়া এলাকার একটি দোকানে ভালো হাঁসের মাংস পাওয়া যায়। তারা ওই দোকানে খেয়ে রাজশাহীতে ফিরে যাচ্ছিলেন। পথে উপজেলার ডাঙ্গেরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি রডবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই শাহীন ও রাকিব মারা যান। আর হাসপাতালে নেওয়ার পর সোহাগের মৃত্যু হয়।

‘এ ঘটনায় ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে’ বলে জানান ওসি।

এই রকম আরও টপিক