বিপিএল নিয়ে সাকিবের ‘ব্রেক’

সাকিব আল হাসান (ছবি: সংগৃহীত)

বিপিএল নিয়ে সাকিবের ‘ব্রেক’

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নবম আসরের আগ মুহূর্তে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সাকিব। সেই মন্তব্যে একমত পোষণ করেছিলেন মাশরাফিও। সেই বিস্ফোরক মন্তব্য গিয়ে ঠেকে বিপিএলের শুরুতে। এরপরে ওয়াইড দেওয়া নিয়ে মাঠেই আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়ান বিশ্বসেরা অলরাউন্ডার।

সেই রেশ কাটতে না কাটতেই ফের রংপুরের ম্যাচে ফের বিবাদে জড়ালেন বাংলাদেশ ক্রিকেট দলের এই কাপ্তান। এ জন্যও শাস্তি পেয়েছেন তিনি।

তবে বিপিএল নিয়ে আর মুখ খুলতে চান না বিশ্বসেরা সেরা এই অলরাউন্ডার। ‘ব্রেক’ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বুধবার (১১ জানুয়ারি) রাজধানীতে একটি বাইক কোম্পানির অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের এই কাপ্তান।

রংপুর রাইডার্সের সঙ্গে হওয়া ম্যাচে কী রকম পরিস্থিতি ছিল, সাংবাদিকের এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘ব্রেক দিলাম এখন। ’ বিপিএলের নবম আসর কেমন চলছে এই প্রশ্নের জবাবে হাসিমুখে মজার ছলে সাকিব বলেন, ‘এখন সব ব্রেক। ’

শেরেবাংলার পিচ নিয়ে বাংলাদেশি কাপ্তান বলেন, ‘দেখেন এই বছর পিচটা অনেক ভালো।  মিরপুরে এতো ভালো পিচ হবে তা আমাদের কাছে আনএক্সপেক্টেড (অপ্রত্যাশিত)। এ জন্য কিউরেটরদের ক্রেডিট দিতেই হয়। সেজন্যই আসলে এতো বেশি রান হচ্ছে এবং মাঠের খেলাটাও অনেক বেশি ভালো হচ্ছে। ’

দেশি খেলোয়াড়দের নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ফরচুন বরিশালের অধিনায়ক বলেন, ‘আমাদের অনেকেই ভালো খেলছে। যদি দেখেন, শান্ত, তৌহিদ হৃদয়, জাকির খুব ভালো ব্যাটিং করছে। অন্যান্য টিমের প্লেয়াররাও ভালো করছে। সব থেকে ভালো দিক হচ্ছে যে লোকাল ব্যাটসম্যানরা এবার রান করছে, যা আমাদের জন্য খুব ভালো একটা দিক। আসলে অনেক ক্রেডিট দিতে হয় পিচকে। অনেক ভালো পিচ পাওয়া যাচ্ছে যে কারণেই আমার কাছে মনে হয়, দেশীয় ব্যাটসম্যানদের জন্য সুযোগটা বাড়ছে ও তারা রান করতে পারছে। ’

বাংলাদেশ ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি এবার সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হিসেবে রয়েছেন। এ পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে তার দল, এমনকি সবগুলোতেই জিতেছে তারা। মাশরাফি চারে চার, মুশকিল কি বাড়ছে সাংবাদিকের এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘একটা টিম ভালো খেলছে অবশ্যই। অন্যান্য টিমগুলোও চেষ্টা করছে। টুর্নামেন্টের মাত্র শুরু, শেষ হলে আসলে বোঝা যাবে। ’ 

দেশীয় বোলারদের ব্যর্থতার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক বলেন, ‘আমাদের বোলাররা ওভাবে ভালো করতে পারছে না। এরকম ভালো পিচে কীভাবে ভালো বল করতে হয় সে জিনিসটাও আমাদের এখন শিখতে হবে। ’

news24bd.tv/মামুন

এই রকম আরও টপিক