অভিযানকালে আবাসিক হোটেলের ছাদ থেকে লাফ দিল তরুণী

অভিযানকালে আবাসিক হোটেলের ছাদ থেকে লাফ দিল তরুণী

মাসুদা লাবনী

রাজধানীর গুলশানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে ফারজানা (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরেক নারী ওই হোটেলে ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলশানের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটলেও গুলশান থানা-পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালানোর অভিযোগে বেলা দুইটার দিকে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত গুলশান-২-এর ৪৭ নম্বর সড়ক-সংলগ্ন একটি ভবনে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে এপবিএনের সদস্যরা ছিলেন। অভিযান পরিচালানার একপর্যায়ে ফারজানাসহ দুই নারী নিচে পড়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিকেল সোয়া ৪টার দিকে ফারজানাসহ দুই নারীকে হাসপাতালে আনা হয়।

এ সময় চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। আহত অপর নারী এই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের দুজনের হাত ও মাথায় রক্তাক্ত জখম রয়েছে।

দুজনকে হাসপাতালে নিয়ে আসা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, গুলশান-২ নম্বরের ৪৭ নম্বর সড়কে পড়ে ছিলেন ফারজানা বেগম। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে আনা হয়।