যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধ, ১০০ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধ, ১০০ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

প্রযুক্তিগত ত্রুটির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিমান পরিষেবায় ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এতে বন্ধ হয়েছে গেছে দেশটিতে বিমান উঠানামা। যুক্তরাষ্ট্রের ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে (এফএএ) উদ্ধৃত করে বুধবার (১১ জানুয়ারি) এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে সকাল সাতটা পর্যন্ত প্রায় আড়াই হাজার ফ্লাইট দেরিতে বিমানবন্দর ছেড়ে গেছে।

একই সঙ্গে অবতরণেও বিলম্ব হতে দেখা গেছে। এছাড়া ১০০টি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলছে, বিমানের পাইলট এবং বিমানকর্মীদের এই ত্রুটি সম্পর্কে জরুরি বার্তা দেওয়া হয়েছে।  

এক টুইট করে এফএএ জানায়, বিমান পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে এফএএ।

প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশ জুড়ে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। কাজের অগ্রগতি সম্পর্কে প্রতি মুহূর্তে খবর জানানো হবে।

বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক জানায়, নোটিস টু এয়ার মিশন সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। তবে কখন এই ত্রুটি বা বিপর্যয় কাটিয়ে ওঠা যাবে সেই বিষয়ে স্পষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন: পাউরুটিতে কামড় দিতেই যা বেরিয়ে এলো

দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীরা অভিযোগ করেছে, হাওয়াই থেকে ওয়াশিংটন পর্যন্ত ফ্লাইট বিঘ্নিত হচ্ছে।  

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টেক্সাস থেকে পেনসিলভানিয়া পর্যন্ত ফ্লাইট বিপর্যন্ত দেখা দিয়েছে।

news24bd.tv/হারুন