পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই দুই শিশু উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামের মাসুদ মৃধার মেয়ে মরিয়ম (৭) ও নিজাম মৃধার মেয়ে রাফিয়া (৪)।
পরিবার থেকে জানা যায়, দুপুরে মায়েদের অগোচরে পুকুর পাড়ে খেলতে যায় মরিয়ম ও রাফিয়া।
চিকনিকান্দি স্বাস্থ্য সেবা কেন্দ্রের চিকিৎসক সোহান বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়।
news24bd.tv/কামরুল