নোয়াখালীতে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সংগৃহীত ছবি

নোয়াখালীতে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে ১০ শ্রেণির শিক্ষার্থী হত্যার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজগঞ্জ বাজার-মাইজদী বাজার সড়কে চলে এ মানববন্ধন ও সমাবেশ।

মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করে বলেন, রাজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী ফাহিমা আক্তার (১৮) কে পার্শ্ববর্তী একলাশপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামে কয়েক মাস আগে বিয়ে হয় স্বামী সাইফুল ইসলাম রাসেলের সঙ্গে। বিয়ের পর স্বামী রাসেল স্থানীয় মাইজদী বাজার পুরাতন কলেজ রোডে বাসা ভাড়া নিয়ে থাকে।

এক পর্যায়ে স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করে ও হুমকি দেয়।  

এরই জের ধরে ৮ জানুয়ারি রাতে পরিকল্পিত তাকে হত্যা করে। এ ঘটনার হত্যাকারী ঘাতক স্বামীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন।  

মানববন্ধনে রাজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, চেয়ারম্যান মোস্তাফিজুর সেলিম, সুরঞ্জিত সেন ও মাদ্রাসা উপাধ্যক্ষ মহি উদ্দিন সহ হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

 

news24bd.tv/কামরুল