চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসত বাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ১০ মিনিটে আগুন লাগে। এ ঘটনায় আরও একজন দগ্ধ হয়েছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিঞা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন- কাঙ্গাল বসাক, ললিতা বসাক, লাকী বসাক, সৌরভ বসাক ও শরনাত বসাক। এ ছাড়া আহত হয়েছেন খোকন বসাক নামের আরেক ব্যক্তি। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
খবর পেয়ে ফায়রসার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে, ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগা বাড়িতে প্রবেশের পথ প্রশস্ত না হওয়ায় সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি তারা।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ পাঁচটি উদ্ধার করে রাঙ্গুনিয়া থানায় নেওয়া হয়। পরে মৃতদেহগুলোর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
news24bd.tv/হারুন