বিশ্ব ইজতেমার কারণে যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে

সংগৃহীত ছবি

বিশ্ব ইজতেমার কারণে যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে

অনলাইন ডেস্ক

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমা। শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব।

ইজতেমা চলাকালীন যানজট এড়াতে গাজীপুরের তিন সড়কে যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক পুলিশ।

সড়ক তিনটি হলো, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে রাজধানীর আবদুল্লাহপুর পর্যন্ত, টঙ্গী ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত এবং রাজধানী ঢাকার কামারপাড়া থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত।

ট্রাফিক পুলিশ জানায়, এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি সীমিত আকারে চলবে যাত্রীবাহী বাস।

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, মুসল্লিদের সুবিধার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু যাত্রীবাহী বাস সীমিত আকারে চলতে দেওয়া হবে।

এসব সড়কে পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। তবে ব্যক্তিগত গাড়ি বা ইজতেমায় আসা মুসল্লিদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

news24bd.tv/হারুন