বৈদেশিক মুদ্রার সঞ্চায়ন (রিজার্ভ) থেকে শ্রীলঙ্কাকে দেওয়া ২০ কোটি ডলার ঋণ পরিশোধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। ঋণ ফেরতে দক্ষিণ এশিয়ার দেশটিকে আরও ছয় মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বোর্ডের পরিচালক, ডেপুটি গভর্নর ও সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।
তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক প্রথম দফা ২০২১ সালের ১৯ আগস্ট ৫ কোটি ডলার ঋণ ছাড় করে শ্রীলঙ্কাকে। দ্বিতীয় দফায় ৩০ অক্টোবর ছাড় করে ১০ কোটি ডলার। আর একই বছরের নভেম্বর মাসে দেওয়া হয় আরও ৫ কোটি ডলার।
শ্রীলঙ্কাকে দেওয়া ঋণ টাকার অংকে এক হাজার ৭২৪ কোটি টাকা। যে অর্থ যেদিন ছাড় হয়েছে, ওই দিন থেকে মেয়াদ হিসাব হবে। ফলে বিদ্যমান চুক্তির আওতায় গত বছরের আগস্ট, অক্টোবর ও নভেম্বরের মধ্যে সুদসহ অর্থ ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ঋণ ফেরতে ব্যর্থ হওয়ায় চলতি বছরের মার্চ মাস পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। এ সময়ের মধ্যেও ঋণের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা।
news24bd.tv/মামুন