বাংলাদেশ ইন্দো প্যাসিফিকে যোগদান করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘জনগণের লাভ হলে ইন্দো প্যাসিফিকে যোগদান করতে আপত্তি নেই। ’
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে বাংলা একাডেমীতে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সবার সঙ্গে ব্যালেন্স পলিসি মেইনটেইন করেই সিদ্ধান্ত নিবো আমরা, যেহেতু এটা এখনও অস্পষ্ট, স্বচ্ছ না।
যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমেরিকা গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাসী। বাংলাদেশও তাতে বিশ্বাস করে। ডোনাল্ড লু আসলে তার সঙ্গে দুই দেশের ইস্যু নিয়ে কথা বলবো।
নির্বাচনের কথা টেনে আব্দুল মোমেন বলেন, ‘আওয়ামী লীগ সরকার স্বচ্ছ-সুন্দর ও গ্রহণ যোগ্য নির্বাচন চায়। আগামী নির্বাচন স্বচ্ছ হবে। ’
news24bd.tv/মামুন