যে গুরুতর অভিযোগ উঠল মাহেলা জয়াবর্ধনের বিরুদ্ধে

ফাইল ছবি

যে গুরুতর অভিযোগ উঠল মাহেলা জয়াবর্ধনের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পারফরমেন্স প্রত্যাশা মেটাতে পারিনি। সুপার টুয়েলভে নামিবিয়ার কাছে হারের সঙ্গে চতুর্থ স্থানে থেকেই বিদায় নেয় সাবেক চ্যাম্পিয়নরা।  

টুর্নামেন্ট চলার সময় লঙ্কান ক্রিকেটার দানুষ্কা গুণাতিলকার বাঁধিয়ে ফেরেন লঙ্কাকাণ্ড। এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল এ লঙ্কার ব্যাটারের বিরুদ্ধে।

সেই ঘটনা তদন্তে লঙ্কান সরকার একটি স্বাধীন সংস্থাকে দায়িত্ব দেয়। তবে তদন্তে নেমে কেঁচো খুঁড়তে যেন সাপ বেরিয়ে এলো। সেখানেই তদন্তে দেশটির সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের বিরুদ্ধে বোর্ডের টাকায় রেস্তোরাঁ খোলার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: বিপিএলের সমাপনী অনুষ্ঠান মাতাতে আসছেন নোরা ফাতেহি!

সাবেক অধিনায়ক জয়াবর্ধনে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) টাকায় অস্ট্রেলিয়ায় নিজের একটি রেস্তোরাঁ খুলেছেন এমন একটি প্রতিবেদন শ্রীলঙ্কান সরকারের কাছে জমা দিয়েছে তদন্তকারী সংস্থা।

সেই  ৬৩ পাতার তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য।

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত শ্রীলঙ্কান বোর্ড কোনো মন্তব্য করেনি। এমনকি অভিযোগের বিষয়ে সাবেক লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও মুখ খুলেননি।

news24bd.tv/হারুন