‘বিএনপির প্রস্তাবে আছে দুইবারের বেশি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী নয়’

‘বিএনপির প্রস্তাবে আছে দুইবারের বেশি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী নয়’

অনলাইন ডেস্ক

‘ক্ষমতায় গেলে বিএনপি সংবিধান পরিবর্তনে কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, যারা সংবিধান তৈরি করেছেন, তাদের সংবিধান তৈরি করার কোনো অধিকার ছিল না। বর্তমানে দেশে তীব্র প্রতিহিংসার রাজনীতি চলছে। ’

শুক্রবার দুপুরে ডিআরইউতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অ্যাবের আহ্বায়ক রশিদুল হাসান হারুনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হেসেন ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনসহ আরও অনেকে।

‘সরকার পরিবর্তন ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ জানিয়ে গয়েশ্বর আরও বলেন, ‘বিএনপির প্রস্তাবে আছে দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই প্রস্তাবটি দুইবারের বেশি কেউ মন্ত্রী, এমপি হতে পারবেন না এ পর্যন্ত বিস্তৃত করলে রাজনীতিবিদরা তো এমনিতেই ঠিক হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু তার আগে প্রস্তুতি নিতে হবে।

অত্যাচার নির্যাতনের মাত্রা, প্রতিহিংসার মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ’