পোশাক বিতর্ক: বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ উরফির 

ফাইল ছবি

পোশাক বিতর্ক: বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ উরফির 

অনলাইন ডেস্ক

ভারতের ছোট পর্দার অভিনেত্রী উরফি জাবেদ। খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য প্রায় খবরের শিরোনামে থাকেন তিনি। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি।

তা নিয়ে বিস্তর চর্চাও হয়।   

আরও পড়ুন: সাধ মেটাতে ‘তোশক’কে বিয়ে করলেন নারী

সম্প্রতি মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ ভিডিও বার্তায় উরফির পোশাক পরার ধরন নিয়ে তীব্র প্রতিবাদ করেন। উরফি প্রকাশ্যে যে ধরনের পোশাক পরে ঘুরে বেড়ান তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপি নেত্রী টুইটারে লেখেন, এভাবে প্রকাশ্যে অর্ধনগ্ন হয়ে ঘোরা, এটা আমাদের মহারাষ্ট্রের সংস্কৃতি নয়। মহিলা কমিশন এ বিষয়ে এখনও পর্যন্ত কেন কোনও পদক্ষেপ নেয়নি, তা জানতে চাই।

উরফির এমন অশ্লীলতা মেনে নেওয়া যাবে না।  

বিজেপি নেত্রীর এমন মন্তব্যে চটেছেন উরফি জাবেদ। পোশাকের রুচিবোধ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াহ’র বিরুদ্ধে নারী কমশিনে অভিযোগ করেছেন ভরতীয় এ অভিনেত্রী।

উরফির আইনজীবী নিতিন সাতপুতে জানিয়েছেন, মহারাষ্ট্রের রাজ্য কমিশন ফর উইমেনে অভিযোগ করেছেন উরফি।

উরফির আইনজীবীর আরও জানিয়েছেন, বিজেপি নেত্রী চিত্রার বিরুদ্ধে হুমকি ও উরফির জনপ্রিয়তাহানি চেষ্টার অভিযোগ আনা হয়েছে।  

এর আগে, আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ হিসেবে বিজেপি নেত্রীকে পালটা খোঁচা দিতেও ছাড়েননি উরফি। সোশ্যাল মিডিয়ায় পিঠ খোলা পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন উরফি সেই ছবিতেই বিজেপি নেত্রীকে ট্যাগ করে লিখেছিলেন, এখনও অনেকটা শোধরানো বাকি রয়েছে। দুঃখিত চিত্রা ওয়াগজি।  

পরে আবার সোশ্যাল মিডিয়ায় রাজনীতিবিদদের সম্পর্কে কিছু লেখা কতটা বিপজ্জনক তা জানিয়েছিলেন উরফি। নিজের মৃত্যুর আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি।

 news24bd.tv/হারুন