ট্যাক্স জালিয়াতি মামলায় ট্রাম্পের প্রতিষ্ঠানকে জরিমানা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি: সংগৃহীত)

ট্যাক্স জালিয়াতি মামলায় ট্রাম্পের প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

ট্যাক্স জালিয়াতি মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি আবাসন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ লাখ এক হাজার ডলার জরিমানা করেছে নিউ ইয়র্কের একটি আদালত। শুক্রবার (১৩ জানুয়ারি) ম্যানহাটনের একটি ফৌজদারি আদালতের বিচারক জুয়ান মার্চেন এ রায় দেন। দীর্ঘ ১৫ বছর ধরে ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানটিকে ট্যাক্স জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। খবর রয়টার্সের।

ট্যাক্স ফাঁকির মামলায় ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা নতুন নয়। গত মাসে সাবেক এই প্রেসিডেন্টের দুটি ব্যবসা প্রতিষ্ঠানককে ১৭টি অভিযোগে দোষী সাব্যস্ত ও জরিমানা করা হয়।

জালিয়াতি মামলায় ট্রাম্পের একটি প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কমকর্তাকে জরিমানা ও পাঁচ মাসের জেল দেওয়া হয়েছে। উইসেলবার্গের বিরুদ্ধেও ওই রায়টিও দিয়েছিলেন বিচারক জুয়ান মার্চেন।

 

এদিকে, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন ট্রাম্পের আইনজীবী সুসান নেচেলস। তিনি বলেছেন, ‘এই মামলায় কাউকে অভিযুক্ত করা হয়নি। তবে রায়ের বিরুদ্ধে ট্রাম্পের কোম্পানি আপিল করার পরিকল্পনা করছে। ’

ম্যানহাটন ডিস্ট্রিকের অ্যাটর্নি জেনারেল এলভিন বার্গ বলেন, ‘যে কর্মকর্তা এই অভিযোগটি এনেছিলেন এখনও তিনি ট্রাম্পের ব্যবসায়িক অনুশীলনের বিষয়ে একটি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে। ’

সাংবাদিকদের বার্গ বলেন, ‘আজকের ও গত সপ্তাহের রায় সাবেক প্রেসিডেন্ট এবং তার ব্যবসার বিষয়ে আমাদের চলমান তদন্তের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে শেষ করেছে। এখন আমরা তদন্তের দ্বিতীয় পর্যায়ে যাবো। ’

news24bd.tv/মামুন