বিপিএল ফুটবলে টানা পঞ্চম জয় বসুন্ধরা কিংসের

সংগৃহীত ছবি

বিপিএল ফুটবলে টানা পঞ্চম জয় বসুন্ধরা কিংসের

অনলাইন ডেস্ক

বিপিএল ফুটবলে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় বাংলাদেশ পুলিশের বিপক্ষে ১-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখলো বসুন্ধরা কিংস।  

কিংসের ম্যাচ মানেই বড় ম্যাচ। তাইতো মাঠে বসেই পুরো ম্যাচ উপভোগ করলেন বসুন্ধরা গ্রুপের কর্নধর আহমেদ আকবর সোবহান।

কিংস অ্যারেনায় দারুণ এক জয় তুলে অস্কার ব্রুজনরা।

পুলিশ শক্ত প্রতিপক্ষ হলেও মাঠে পাত্তায় পায়নি কিংসের বিপক্ষ। ম্যাচের শুরুর মিনিট থেকে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার মিশনে সরব ছিলেন কিংসের ফরোয়ার্ডরা।

ম্যাচের ২৮ মিনিটে পুলিশের কিপারকে বোকা বানান দোরিয়োলটন।

রাকিবের এসিস্টে স্কোর করে দল এগিয়ে যায় ১-০ গোলে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে কিংসের সোহেল রানাকে লাল কার্ড দেখতে হয়। কিংস পরিণত হয় ১০ জনের দলে। তবে ম্যাচে প্রতিপক্ষকে কোনো প্রভাব ফেলতে দেয়নি বাকিরা। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে কিংস।

ম্যাচের বাকি সময় বেশ কয়েকবার পুলিশের জালে বল জাড়ানোর সুযোগ আসলেও বোকা বনেনি প্রতিপক্ষের গোল কিপার। তবে জোরালো আক্রমণ করেছিল পুলিশও, তব শেষ পর্যন্ত বেঁচে যায় কিংস।

ম্যাচের শেষ দিকে আর কোনো সুযোগ তৈরি না হলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কিংস।

বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশের ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন বসুন্ধরা গ্রুপের কর্নধর আহমেদ আকবর সোবহান। ম্যাচ শেষে কিংস সভাপতি ইমরুল হাসান জানান, ম্যাচটি দারুণ উপভোগ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান।  

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি মাঠে ছিলেন, দেখেছেন জমজমাট এই ম্যাচটি। উপভোগ করেছেন গ্যালারিতে বসে দর্শকদের বসুন্ধরা কিংসের জয়ধ্বনীও।

এ বিষয়ে কিংস সভাপতি ইমরুল হাসান জানান, ম্যাচটি দারুণ উপভোগ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান।

 news24bd.tv/ইস্রাফিল