একাধিক অভিযোগে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। উদযাপন করতে গিয়ে আর্জেন্টাইনরা সীমা লঙ্ঘন, ফিফার বাণিজ্যিক নীতি ভঙ্গ করাসহ একাধিক অভিযোগ ফুটবল ফেডারেশনে জমা পড়েছে। সেই অভিযোগের সত্য-মিথ্যা যাচাইয়ে তদন্তে নেমেছে ফিফা।
অভিযোগ উঠেছে, আর্জেন্টিনার খেলোয়াড়রা বিশ্বকাপে আক্রমণাত্মক আচরণ, ফেয়ার প্লের নীতিমালা লঙ্ঘন এবং খেলোয়াড় ও অফিশিয়ালদের বাজে আচরণ করে ফিফার নীতিমাল ভেঙেছেন।
আরও পড়ুন: পিএসজি ছাড়া না ছাড়া নিয়ে যা বললেন নেইমারের বাবা
উল্লেখ্য, বাঁধভাঙা উল্লাসের সময় সবচেয়ে বেশি মাত্রা ছাড়িয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়ে গোল্ডেন গ্লাভস জয়ের পর অশ্লীল ভঙ্গি করেন তিনি। ড্রেসিংরুমে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও মজা করা হয় মার্তিনেজের নেতৃত্বে।
news24bd.tv/হারুন