উসাইন বোল্টের অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক মিলিয়ন ডলার
উসাইন বোল্টের অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক মিলিয়ন ডলার

সংগৃহীত ছবি

উসাইন বোল্টের অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক মিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক

অলিম্পিকের আট বারের স্বর্ণজয়ী দৌড়বিদ উসাইন বোল্টের অ্যাকাউন্ট থেকে কয়েক মিলিয়ন ডলার উধাও হয়ে গেছে। এ ঘটনায় একটি বিনিয়োগকারী সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জ্যামাইকার কর্তৃপক্ষ। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।  

জ্যামাইকার রাজধানী কিংস্টোনে অবস্থিত বেসরকারী সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি 'স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের' বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু করছে দেশটির ফিনান্সিয়াল সার্ভিস কমিশন।

 

বোল্টের ম্যানেজার নুজেন্ট ওয়াকার গণমাধ্যমকে বলেন, এক যুগের বেশি সময় ধরে স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডে বিনিয়োগ ছিল বোল্টের। গত বুধবার অর্থ উধাও হয়ে যাওয়ার বিষয়টি নজরে আসে তাদের। তার অ্যাকাউন্ট থেকে কয়েক মিলিয়ন ডলার উধাও হয়ে গেছে। তবে ঠিক কত টাকা খোয়া গেছে তা জানাননি তিনি।

 

টাকা উধাও হওয়ার বিষয়ে ফিনান্সিয়াল সার্ভিস কমিশন বলেছে, তারা এই জালিয়াতির বিষয়ে অবগত। ঘটনার রহস্য উধঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

news24bd.tv/আজিজ