আইসিইউতে নবজাতক রেখে পালিয়েছে বাবা-মা!

প্রতীকী ছবি

আইসিইউতে নবজাতক রেখে পালিয়েছে বাবা-মা!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অতিরিক্ত বিলের চাপে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নবজাতক সন্তানকে রেখে পালিয়ে গেছেন বাবা-মা।  ফেলে যাওয়া শিশুটির রক্ষণাবেক্ষণে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলা সিভিল সার্জন আশ্বাস দিয়েছেন, বাচ্চাটির চিকিৎসার ব্যয়ভার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে বহন করা হবে।

সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট অপরিণত সন্তানকে বাঁচাতে কুমিল্লায় নিয়ে আসেন চাঁদপুরের শাহ আলম ও রোকেয়া দম্পতি।

চিকিৎসার জন্য সন্তানকে ভর্তি করান নগরীর ঝাউতলার সিভিক স্কয়ারের মা ও শিশু স্পেশালাইজড হসপিটালে।

৬ দিন চিকিৎসার পর ২৪ আগস্ট হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাতে তুলে দেন ২ লক্ষাধিক টাকার বিলের রশিদ। বিলের ফিরিস্তি দেখে আইসিইউতে থাকা সন্তান ফেলে পালিয়ে যান দারিদ্র্যপীড়িত বাবা-মা। বিষয়টি এখন গড়িয়েছে পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন পর্যন্ত।

দিনভর বাবা-মায়ের সন্ধান না পেয়ে ওই শিশুর বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

সোমবার ৩ সেপ্টেম্বর পর্যন্ত শিশুটির চিকিৎসা খরচ ২ লক্ষ ৩০ হাজার টাকায় এসে দাঁড়িয়েছে বলে জানান কুমিল্লা মা ও শিশু স্পেশালাইজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম।

জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা খরচ বহনের আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।  

তিনি বলেন, আমরা স্বাস্থ্য সেবায় অনেকটা এগিয়ে গেলেও মানবিক দিক দিয়ে পিছিয়ে যাচ্ছি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আবু সালাম মিয়া বলেন, ধারণা করা হচ্ছে চিকিৎসায় অতিরিক্ত ব্যয়ভারের কারণেই নবজাতকটির বাবা-মা পালিয়ে গেছে। তবে হাসপাতালে দেওয়া ঠিকানা অনুযায়ী তাদের সন্ধান পাওয়া গেছে। পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর