চলে গেলেন ভারতীয় পেসার সিদ্ধার্থ শর্মা
চলে গেলেন ভারতীয় পেসার সিদ্ধার্থ শর্মা

সংগৃহীত ছবি

চলে গেলেন ভারতীয় পেসার সিদ্ধার্থ শর্মা

অনলাইন ডেস্ক

মাত্র ২৮ বছর বয়সে চলে গেলেন ভারতীয় পেসার সিদ্ধার্থ শর্মা। হিমাচল প্রদেশের এই পেসারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতীয় ক্রিকেটে।  

গত ২০ ডিসেম্বর বাংলার বিপক্ষে ইডেন গার্ডেনে প্রথমবার ৫ উইকেট পাওয়ার ম্যাচটিই হয়ে রইল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এরপর ৩১ ডিসেম্বর অনুশীলনে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হলে সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দুই সপ্তাহ ধরে হাসপাতালে লড়াই করেও ফিরতে পারেনি তিনি।

ডিসেম্বরের শেষে ইডেন গার্ডেনে বাংলার বিপক্ষে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত খেলেছিলেন সিদ্ধার্থ। নিয়েছিলেন ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট। ২০২১-২২ মৌসুমে হিমাচল প্রদেশের হয়ে বিজয় হাজারে ট্রফি জেতেন সিদ্ধার্থ।

এই প্রদেশের হয়ে ৬টি লিস্ট এ, ৬টি প্রথম শ্রেণী ও ১টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৩ উইকেট নেন সিদ্ধার্থ।  

news24bd.tv/কামরুল