নির্বাচনে জিততে পারবে না এই ভয়ে বিএনপি বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ওয়ান ইলেভেনের মতো ক্ষেত্রে তৈরি করে বিএনপি ফায়দা লুটতে চায়।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতাদের সাথে সম্পাদকমণ্ডলীর বৈঠকে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, জনগণের সম্পদ নষ্ট করলে আওয়ামী লীগ বসে থাকবে না, নিরাপত্তা দিতে রাজপথে শক্ত অবস্থানে থাকবে।
এদিকে মার্কিন সহকারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আসা স্বাভাবিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বন্ধু রাষ্ট্র। এসময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ছাত্র হত্যার ঘটনার সমালোচনাও করেন ওবায়দুল কাদের।
news24bd.tv/FA