সিনিয়রদের দূরে রেখেই এগোচ্ছে ভারত 

সংগৃহীত ছবি

সিনিয়রদের দূরে রেখেই এগোচ্ছে ভারত 

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ চলাকালীন ভারত হেড কোচ রাহুল দ্রাবিড় ইঙ্গিত দিয়েছিলেন, সিনিয়রদের দূরে রেখেই টি২০ দল গোছানোর। সেটা হয়তো সত্যি হতেই চলেছে। শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজেও দলে নেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এ সিরিজে খেলছেন না শ্রীলঙ্কার বিপক্ষে দলে না থাকা আরেক অভিজ্ঞ ক্রিকেটার লোকেশ রাহুলও।

গত সপ্তাহে শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে কোহলিকে বিশ্রাম আর রোহিতের চোটের কথা বলেছিল বিসিসিআই। এবার কোহলির ক্ষেত্রে বিশ্রামের কথা উল্লেখ থাকলেও, রোহিত কী কারণে নেই তা জানানো হয়নি।

টি২০ সিরিজের আগে ১৮ জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। সেই দলে রোহিতের নেতৃত্বে খেলবেন কোহলি।

তবে টি২০র মতো ওয়ানডে সংস্করণেও নেই রাহুল। ডানহাতি এই কিপার ব্যাটার এবং বাঁহাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেল পারিবারিক কারণে সাদা বলের ক্রিকেটের দুই সিরিজই মিস করবেন বলে জানিয়েছে বিসিসিআই।

টি২০ দলে দুই শীর্ষ ব্যাটসম্যানের অনুপস্থিতির সিরিজে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান পৃথ্বী শ। ভারতের হয়ে সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে খেলা এই ব্যাটসম্যান গত সপ্তাহে রঞ্জি ট্রফিতে ৩৮৩ বলে ৩৭৯ রানের ইনিংস খেলেছেন, যা প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজটি শুরু হবে ২৭ জানুয়ারি। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটিতে সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন সূর্যকুমার যাদব।

ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিষান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভারত, হার্দিক পান্ডিয়া, ওয়াসিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শারদুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।

টি২০ দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঈশান কিষান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাঠী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াসিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, উমরান মালিক, শিভাম মাভি, পৃথ্বী শ, মুকেশ কুমার।

news24bd.tv/সাব্বির