আবারও বাড়ল স্বর্ণের দাম
আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। মূল্যবান এই ধাতুর দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা বেড়ে ৯৩ হাজার ৪২৯ টাকা দাঁড়াল। এতোদিন ছিল ৯০ হাজার ৭৪৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৫ জানুয়ারি) থেকে সারাদেশে এ দাম কার্যকর হবে।

এর আগে গত ৭ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ায় বাজুস, যা ৮ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। তখন প্রথমবারের মতো দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ৯০ হাজার টাকা ছাড়ায়।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে।

এমতাবস্থায় আজ ১৪ জানুয়ারি ২০২৩ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিং এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিচেনায় এনে সর্বসম্মতিক্রমে ১৫ জানুয়ারি ২০১৩ রোববার থেকে নতুন দর কার্যকর হবে বলে জানায় বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ৯৩ হাজার ৪২৯ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ১৭১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ২১৭ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৪৫৮ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে এক হাজার ৮০৭ টাকা বাড়িয়ে ৬৩ হাজার ৬৮৫ টাকা করা হয়েছে।