আরও একবার বিতর্কের জন্ম দিয়েছে এবারের বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে বিস্ময়করভাবে আউট হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ব্যাটার জাকের আলী। নিজের খেলা তৃতীয় বলে আউট হন জাকের। বল লেগ স্টাম্পের বাইরে পিচ করে তার প্যাডে আঘাত করলেও অলটারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেমে (এডিআরএস) এলবিডব্লিউ আউট দেওয়া হয় তাকে।
ম্যাচটিতে কুমিল্লা হেরেছে বরিশালের কাছে। ১২ রানের সেই হারের পর সংবাদ সম্মেলনে এসে কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন নিজেদের অসহায়ত্বের কথা। বিতর্কিত সিদ্ধান্তের পর জোর গলায় কিছু বলতেও চাচ্ছেন না দেশসেরা এই কোচ। যদি না আবার নিষেধাজ্ঞা আসে!
ম্যাচের পর সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই।
এডিআরএস থাকা সত্ত্বেও লেগ স্টাম্পের বাইরে পিচ করা বল প্যাডে লাগলে কীভাবে আউট হয়? জানেন না সালাউদ্দিন নিজেও। তাই তো কুমিল্লা কোচ আফসোস করছিলেন এভাবে, ‘আমি জানি না। ওনাদের রুলসে হয়তো নতুন কিছু থাকতে পারে। একটু হয়তো ছায়া ছিল। আমি জানি না। কিন্তু এটা তাদের রুলস হতে পারে। এ কারণে আম্পায়ার দিয়ে দিলে, সেটা দিলেই খুশি হবো। ’
‘আমার মনে হয়, এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো। আম্পায়ার যেটা দিয়ে দেবে, সেটাই ভালো। এটা তো একেবারে লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে। এমন ডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো’, যোগ করেন সালাউদ্দিন।
জাকের আলির আউট কুমিল্লার হারের অন্যতম কারণ কি না এ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘টি২০তে আপনি যখন একটা ছন্দ পান তখন ওই অবস্থায় একটা উইকেট পড়ে গেলে খেলাটার জন্য ভালো না। হতে পারে আবার নাও হতে পারে (জাকিরের আউটে ব্যাটিংয়ে ছন্দপতন)। এটা নিয়ে আর ফিরতে পারবো না। আমরা হেরে গিয়েছি সেটাই সত্য। আমরা এই অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে পারি সেটাই বড় কথা। ’
ব্যাটারদের জন্য বিষয়টি কতটা হতাশার, কোচ হিসেবেই বা কীভাবে সামলান? এ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘এই মুহূর্তে আমি আসলে কিছু বলতে পারবো না। এটা নিয়ে তো বিতর্ক অনেক চলছে। আমি শুরুতেই বলেছিলাম একটা-দুইটা সিদ্ধান্তে আপনি ম্যাচটা হেরে যাবেন। সিদ্ধান্তগুলো যদি আরেকটু ভালো হয়, আরেকটু চিন্তা ভাবনা করে দেয় তাহলে ভালো। খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে। ’
news24bd.tv/সাব্বির