কর বৃদ্ধির কারণে রাজস্ব আদায়ে সুফল মিলছে না: এনবিআর

সংগৃহীত ছবি

কর বৃদ্ধির কারণে রাজস্ব আদায়ে সুফল মিলছে না: এনবিআর

নিজস্ব প্রতিবেদক

রাজস্ব আদায়ে করের উচ্চ হার বৃদ্ধির কারণে সুফল মিলছে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।

শনিবার (১৪ জানুয়ারি) রাজধানীর বিসিএস কর একাডেমিতে প্রথমবারের মতো আয়োজিত কর বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, রাজস্ব বাড়াতে করের হার বৃদ্ধিকে সহজ সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। যদিও তা কার্যকর ফল বয়ে আনতে পারেনি।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার পর রপ্তানিমুখী শিল্প বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়বে। তাই করপোরেট কোম্পানিগুলোর বিকাশে সুযোগ সৃষ্টি করতে হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক