নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় প্রাইভেটকার থেকে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এ সময় চার পাচারকারীকে আটক করা হয়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় যানবাহন পরীক্ষার জন্য চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় ঢাকার ধামরাই থেকে নাটোরমুখী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে একটি তক্ষক উদ্ধারসহ চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- বড়াইগ্রাম শ্রীরামপুর এলাকার সুজন আহমেদ, মৌখড়া এলাকার আব্দুল মজিদ, গোপালগঞ্জ সদর উপজেলার ইসলাম পাড়া গ্রামে নাসির ও ঢাকার ধামরাইর দক্ষিণ পাঠানতলা এলাকার তৌফিক এলাহি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তক্ষকটি বন্য প্রাণি সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
news24bd.tv/কামরুল