ডার্বিতে ইউনাইটেডের জয়, লিগ রেসে পিছিয়ে পড়ল সিটি

সংগৃহীত ছবি

ডার্বিতে ইউনাইটেডের জয়, লিগ রেসে পিছিয়ে পড়ল সিটি

অনলাইন ডেস্ক

ইংলিশ লিগের ঐতিহ্যবাহী ‘ম্যানচেস্টার ডার্বি’তে জয় তুলে নিয়েছে ইউনাইটেড। আজ শনিবার পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এ হারে লিগ জয়ের দৌড়ে ভালোই পিছিয়ে পড়ল সিটিজেনরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের ১৮তম রাউন্ডের খেলায় ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই।

ম্যানচেস্টার সিটি তো প্রথমার্ধে গোলমুখে রাখতে পারেনি কোনো শট। তবে ৬০তম মিনিটে জায়গা পেয়েই কেভিন ডি ব্রুইনা গড়ে দেন ব্যবধান। রিয়াদ মাহরেজের কাছ থেকে বল পেয়ে ডি বক্সে দারুণ এক ক্রস করেন তিনি। মুখে তুলে দেওয়া বল হেডে জালে পাঠিয়ে সিটিজেনদের এগিয়ে নেন বদলি নামা ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ।

তবে ঘরের মাঠে গোল হজমের পরেই যেন তেঁতে ওঠে ইউনাইটেড। গোল শোধে মরিয়া রেড ডেভিলসরা ম্যাচে ফেরে ৭৮ মিনিটে। কাসেমিরোর রক্ষণচেরা পাস থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। মিনিট চারেক পর বদলি হয়ে নামা আলহান্দ্রো গার্নাচোর স্কয়ার বক্সের মধ্যে থেকে জালে পাঠান মার্কাস রাশফোর্ড। যে গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হয় ইউনাইটেডের।

এ জয়ে নিউক্যাসলকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮ ম্যাচ শেষে দলটির পয়েন্ট ৩৮। সমান ম্যাচ শেষে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছে সিটিজেনরা। তবে ডার্বি হেরে যাওয়ায় লিগ রেসে অনেকটাই পিছিয়ে পড়ল পেপ গার্দিওলার শিষ্যরা। ১৭ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে। আগামীকাল টটেনহামকে হারাতে পারলে সিটির সঙ্গে গানারদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াবে ৮-এ!

news24bd.tv/সাব্বির