পাঠান সিনেমার 'বেশরম রঙ' গানটির সাথে বিতর্ক যেন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ইউটিউবে গানটির মুক্তির পর থেকেই চলছে সমালোচনা। সেন্সর বোর্ডের যাচাই বাছাইয়ের পরেও সমালোচনা চলছেই। এবার সেই আগুনে যেন আরেকটু আঁচ লাগিয়ে দিলেন কেজিএফ খ্যাত দক্ষিণি অভিনেতা অনন্ত নাগ।
গানটি নিয়ে কন্নড় অভিনেতা অনন্ত নাগ বলেন, 'সিনেমায় মহিলাদের এমন উন্মুক্ত পোশাক ভারতীয় সংস্কৃতির পরিচায়ক নয়, সেন্সর বোর্ডের এ বিষয়ে আরও কঠোর হওয়া উচিত। ’ এ মন্তব্যর পর যেন পাঠান বিতর্ক আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। অনন্ত আরও বলেন, ‘এখন ওটিটি প্ল্যাটফর্মে সব রকম অশ্লীলতা দেখানো হচ্ছে, কেউ কিছু বলার নেই। ’
দক্ষিণের সিনেমাগুলো যখন নিজস্ব সংস্কৃতি ও ইতিহাসকে পুঁজি করে ব্যবসাসফল সিনেমা উপহার দিচ্ছে ঠিক তখনই একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে বলিউড।
news24bd.tv/FA