টাইগারদের হেড কোচ হওয়ার দৌড়ে হাথুরুসিংহে

সংগৃহীত ছবি

টাইগারদের হেড কোচ হওয়ার দৌড়ে হাথুরুসিংহে

অনলাইন ডেস্ক

টাইগারদের হেড কোচ হওয়ার দৌড়ে দুই-তিন জন আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। সাক্ষাৎকার দিতে আগামী মাসে তারা ঢাকায় আসবেন। এদিকে, ইংল্যান্ড সিরিজ থেকে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে, সে কারণে নতুন কোচ আসলেও টিমে তার কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন জালাল ইউনুস।  

ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র ৯ মাস।

কিন্তু, টাইগারদের হেড কোচের পদ এখনো শূন্য। সেই দায়িত্ব নিতে ফেব্রুয়ারিতে ঢাকায় পা রাখবেন সাবেক গুরু হাথুরুসিংহেসহ আরও দু’একজন জন।

নতুন কোচের অধীনে আলাদাভাবে পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশকে। সময় কম থাকায় টিমে তার কোনো প্রভাব পড়বে কি না সে বিষয়ে জালাল ইউনুস বলেন, এতে টিমের ওপর কোনো প্রভাব পড়বে না।

 

বিপিএলের মান নিয়ে প্রশ্ন উঠলেও লোকাল ক্রিকেটারদের পারফরমেন্সে সন্তুষ্ট ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান। আর সিলেটের হয়ে খেলা তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ তিনি। তিনি জানান, বিপিএলের মান উন্নয়নে চেষ্টা চালাচ্ছে বিসিবি। এই আসরের ভুল-ত্রুটি শুধরে আগামী আসর থেকে সমোলোচনাবিহীন আসর আয়োজন করতে চান তারা।

 news24bd.tv/ইস্রাফিল