রিয়ালের বিপক্ষে দুই গোলে এগিয়ে বিরতিতে বার্সেলোনা 

সংগৃহীত ছবি

সুপার কাপ ফাইনাল

রিয়ালের বিপক্ষে দুই গোলে এগিয়ে বিরতিতে বার্সেলোনা 

অনলাইন ডেস্ক

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে আছে বার্সেলোনা। গোল করেছেন পাবলো গাভি এবং রবার্ট লেভানডস্কি।

সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে এল ক্লাসিকোতে আক্রমণের শুরুটা করে রিয়াল মাদ্রিদ। তবে নিজেদের গুছিয়ে নিতেই বল দখলে নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণ শুরু করে বার্সেলোনা।

১২তম মিনিটে লেভানডস্কির হেড অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে যায়।

পরের মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় বার্সা। তবে ডি বক্সের বাইরে থেকে লেভানডস্কির নেওয়া জোরাল শট বিশ্বস্ত হাতে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। সেই বল পোস্টে লেগে ফাঁকায় দাঁড়িয়ে থাকা আলেহান্দ্রো বালদের পায়ে গেলেও, তার লক্ষ্যভ্রষ্ট শট আফসোসে পোড়ায় দলকে।

রিয়ালও সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার। তবে ১৮তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ফারলাঁ মেন্ডির ক্রস থেকে করিম বেনজেমা মাথা ছোঁয়ালেও বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকা ম্যাচে বার্সা লিড নেয় ৩৩ মিনিটে। ডি বক্সের বাইরে বল পেয়ে লেভানডস্কি বাড়ান ভেতরে ছুটতে থাকা গাভির দিকে। এই তরুণ তুর্কি বল পেয়েই পরাস্ত করেন কোর্তোয়াকে। তার দারুণ ফিনিশিংয়ে ১-০ গোলে এগিয়ে যায় বার্সা।

চিরপ্রতিদ্বন্দ্বীদের ভুলে দ্বিতীয় গোলটি পায় বার্সেলোনা। ৪৫তম মিনিটে রিয়ালের ব্যাকলাইন থেকে ফ্রেঙ্কি ডি ইয়ং দারুণভাবে বল বাড়ান গাভির দিকে। রিয়ালের রক্ষণ ফাঁকা পেয়ে তিনি ঢুকে যান ডি বক্সে। পরে তার পাস থেকে সহজ এক টোকায় বার্সাকে ২-০ গোলে এগিয়ে নেন লেভানডস্কি। এল ক্লাসিকোতে এটাই এই পোলিশ তারকার প্রথম গোল।

news24bd.tv/সাব্বির