বাংলাদেশকে আইএমএফের প্রশংসা

সংগৃহীত ছবি

বাংলাদেশকে আইএমএফের প্রশংসা

করোনাভাইরাস মহামারির মধ্যেও অর্থনৈতিক ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে আইএমএফ। ঢাকায় কেন্দ্রীয় ব্যংক সদর দপ্তরে আইএমএফ’র সঙ্গে এক বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেসবাহুল হক রোববার (১৬ জানুয়ারি) আইএমএফ’র উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এন্টয়নেট মনসিও সাইয়েহকে উদ্ধৃত করে এ কথা জানান।

উপব্যবস্থাপনা পরিচালক এন্টয়নেট মনসিও সেইহসহ চার সদস্যের একটি আইএমএফ প্রতিনিধি দল রোববার বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় ব্যংক গভর্নর আব্দুর রউফ তালুকদার এ বৈঠকে অংশ নেন।

আইএমএফ প্রতিনিধি দলটি ৫ দিনের সফরে শনিবার ঢাকা পৌঁছায়।

মেজবাহুল হক বলেন, এ বৈঠকে আসন্ন আর্থিক নীতির জন্য সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলাসহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়। তিনি জানান, বৈঠকে আইএমএফ’র জলবায়ু সংক্রান্ত অর্থসহায়তাসহ আরও কিছু বিষয়েও আলোচনা হয়।  

এছাড়া, সরকার ও বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বৃদ্ধির সমস্যা মোকাবেলা-সংক্রান্ত বিষয়গুলোও বৈঠকে আলোচনা হয়।

 

অর্থমন্ত্রণালয় সূত্র জানায়, সাইয়েহ তার ভারত সফর সমাপ্ত করে দিল্লি থেকে ঢাকায় আসেন।

 news24bd.tv/ইস্রাফিল