ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত

প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) ভোরে দেশটির সুমাত্রা দ্বীপের উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল দেশটির আচেহ প্রদেশের সিংকিল শহরের ৪৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্ব প্রান্তে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের জেরে এখনও কোনো সুনামি সতর্কতা জারি করেনি ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছরে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে দেশটির পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে অন্তত ৩৩১ জন নিহত হয়েছিলেন।

news24bd.tv/হারুন