প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা চাই দেশে সত্যিকার ইসলামের জ্ঞান চর্চা হোক। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা ইমামদের প্রশিক্ষণ দিয়েছি। কম্পিউটার শিক্ষা দিয়েছি।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ভার্চুয়ালি ৫০টি মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে ২০২১ সালের ১০ জুন প্রধানমন্ত্রী ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ইসলামের খেদমত করে। ইসলামিক ফাউন্ডেশন, মাদরাসা বোর্ড গঠন করেছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বিশ্ব ইজতেমা বাংলাদেশে হয়, তার জন্য অধিকার আদায় করে নিয়ে তুরাগ নদীর তীরে ইজতেমার জায়গা করে দিয়ে গেছেন জাতির পিতা। ’
আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের খেয়াল রাখতে হবে কেউ যেন ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। মানুষ আলেমদের প্রতি সহনশীল। অন্ধকার, অশিক্ষা, হানাহানি দূর করে যেন আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। সবাই যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে- সেটাই আমাদের শিক্ষা। ’
আরও পড়ুন...৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘আমরা যেন অসাম্প্রদায়িক চেতানায় সোনার বাংলাদেশ হিসেবে দেশকে গড়তে পারি, সে লক্ষ্যে কাজ করতে হবে। ’
সন্ত্রাসবাদের বিপক্ষে জনসচেতনা সৃষ্টির আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে যেন আমাদের ছেলেমেয়েরা বিরত থাকে। এগুলো জড়ালে ইসলামের বদনাম হয়। এ ক্ষেত্রে সচেতনতা সৃষ্টিতে অভিভাবকদের পাশাপাশি আলেমরা অবদান রাখতে পারেন। ’
তিনি বলেন, ‘মানুষ উন্নত জীবন পাক। গরিব মানুষের দুঃখ লাঘব হোক। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়ে উঠুক—এটাই আমাদের লক্ষ্য। ’
প্রধানমন্ত্রী করোনার সময়ে নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, ‘করোনার মধ্য ব্যবসায়ী থেকে শুরু করে আমরা সর্বস্তরের মানুষের পাশে ছিলাম। নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা দিয়েছি। ভ্যাকসিন দিয়েছি। ’
যুদ্ধের কারণে সৃষ্ট চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করা আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোথাও যেন কোনো অনাবাদি জমি পড়ে না থাকে। কারও কাছে ভিক্ষা চেয়ে নয়, আমরা যেন সম্মানের সঙ্গে নিজেদের সম্পদ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে পারি। ’
আরও পড়ুন...যেসব উপজেলা পেলো ৫০ মডেল মসজিদ
news24bd.tv/ইস্রাফিল