নেইমারের চুক্তির বিষয়ে যা সামনে এলো

সংগৃহীত ছবি

নেইমারের চুক্তির বিষয়ে যা সামনে এলো

অনলাইন ডেস্ক

২০২১ সালে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন নেইমার। নতুন মেয়াদে ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের তথ্য অনুসারে, সেসময় পর্যন্ত প্রতি বছরে ২৪ মিলিয়ন পাউন্ড স্টার্লিং পাবেন ব্রাজিলীয় সুপারস্টার।  

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, ২০২২ সালে ইউরোপের একাধিক ক্লাব থেকে প্রস্তাব পান নেইমার। সেই তালিকায় আছে চেলসি ও জুভেন্টাসের মতো বড় দল।  

তবে ক্রীড়াভিত্তিক প্রভাবশালী স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার রিপোর্টে বলা হয়,বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন তিনি। সেটা ২০২৭ সাল পর্যন্ত হতে পারে।

গত বছর চাউর হয়, পিএসজি ছেড়ে দিতে পারেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। মূলত সেই কারণেই পার্ক দেস প্রিন্সেসে থেকে যাওয়ার চেষ্টা করেন নেইমার। এমনকি বেতন কমানো হলেও রয়ে যান তিনি।

টিএনটি স্পোর্টস ব্রাজিলকে নেইমার বলেন, এ নিয়ে আর কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। পিএসজিতে আমি ভালো অনুভব করছি। প্যারিসকে নিজের বাড়ির মতো মনে করেন তিনি।

বর্তমানে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের লক্ষ্য উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা। যদি পিএসজিকে ইউরোপিয়ান সেরার খেতাব জেতাতে পারেন, তাহলে বোনাস পাবেন নেইমার। প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, এতে বেতন বাড়তে পারে তার।

news24bd.tv/আলী