দেশের সিংহভাগ চাল উৎপাদনের জেলা দিনাজপুর। ভরা মৌসুমে বাজারে বেড়ে যাওয়া সেই চালের দাম এখন পর্যন্ত কমেনি। বর্তমান বাজারে চালের দাম নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন ক্রেতারা। ভোক্তারা বলছেন দীর্ঘদিন থেকেই লাগামহীন বেড়ে যাওয়া চালের দাম কিছুতেই কমছে না।
এদিকে মিল মালিকরা বলছেন ধানের দামের ঊর্ধ্বগতির কারণে বেড়েছে চালের দাম। বিশ্ব বাজারের কথা বিবেচনা করলে সহসাই কমছে না চালের দাম। ধানের জেলা দিনাজপুরে কিছুতেই কমছে না চালের বাজার।
অপর দিকে ব্যবসায়ীরা বলছেন, মিল মালিকদের কাছে বেশি দামে চাল কিনে বিক্রি করতে হচ্ছে তাদের। চালের দাম বৃদ্ধির সাথে সাথে ক্রেতাদের কাছে বেড়েছে জবাবদিহিতা।
দিনাজপুর চাউল কল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইকবাল চৌধুরী বলেছেন, আমন মৌসুমে চিকন ও সুগন্ধি জাতের ধান বেশি আবাদ হওয়ায় রেগুলার চালের দাম আগের মতই রয়েছে। বিশ্ববাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণে সহসাই কমছে না চালের দাম বলে জানালেন এই মিল মালিক নেতা।
দিনাজপুর জেলায় প্রতিবছর ১৫ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয় এবং জেলার চাহিদা পূরণ করে ৭ লাখ মেট্রিক টন চাল রাজধানীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।
news24bd.tv/কামরুল