বাংলাদেশ সফরে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর জাহাজ

সংগৃহীত ছবি

বাংলাদেশ সফরে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর জাহাজ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের চট্টগ্রামের নৌ ঘাঁটিতে পৌঁছেছে দ্য রয়্যাল নেভির অফশোর প্যাট্রোল ভেসেল এইচএমএস টামার। সোমবার (১৭ জানুয়ারি) ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, এইচএমএস টামার স্থাপনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং উন্মুক্ত সমাজ ও অর্থনীতির বিকাশের জন্য একটি উন্মুক্ত ও প্রাণবন্ত আন্তর্জাতিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুক্তরাজ্যের অঙ্গীকারের ওপর জোর দেওয়া হয়েছে।

চট্টগ্রাম নেভাল এরিয়ার চিফ স্টাফ অফিসার কমান্ডার ক্যাপ্টেন এম ফয়জুল হক জাহাজটিকে স্বাগত জানান।

 

হাইকমিশন জানায়, সফরকালে টামার ও তার ক্রুরা চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক  জোরদারে বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন যা উভয় দেশের সামরিক, বাণিজ্য, উন্নয়ন ও রাজনৈতিক জোটকে উপকৃত করবে।

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, এই সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সহযোগিতার বিশেষ করে সামুদ্রিক ক্ষেত্রে দীর্ঘ ইতিহাসের আরেকটি উদাহরণ।

তিনি বলেন, আমাদের পররাষ্ট্র নীতিতে ইন্দো-প্যাসিফিক ফোকাসের অংশ হিসাবে, আমরা বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা এবং নৌ সহযোগিতাকে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 news24bd.tv/ইস্রাফিল