১২৯ রানে থামলো রংপুরের রানের চাকা

সংগৃহীত ছবি

১২৯ রানে থামলো রংপুরের রানের চাকা

অনলাইন ডেস্ক

খুলনা টাইগার্সের বিপক্ষে বড় সংগ্রহ গড়তে পারলো না রংপুর রাইডার্স। আজ মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে মাত্র ১২৯ রানেই থেমেছে রংপুরের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে হাতে থাকা সবকটি উইকেটই হারায় রংপুর।

টস হেরে ব্যাট করতে নেমে রংপুর শুরু থেকেই ধুকেছে।

ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার রনি তালুকদারকে হারায় রংপুর। শূন্যরানে ফেরেন তিনি। তিনে নেমে মোহাম্মদ নাঈমও ইনিংস বড় করতে পারেননি। ১৩ রান করে ফেরেন তিনি।
এরপর পারভেজ হোসেন ইমন ২৫ রান করে ফিরলে চাপে পড়ে যায় রংপুর। সেই চাপ ইনিংসের বাকি সময় আর কাটাতে পারেনি।

রংপুর সম্মানজনক স্কোর পায় অলরাউন্ডার শেখ মাহেদী হাসানের দায়িত্বশীল ইনিংসে। ৩৪ বলে ৩৮ রান করেন তিনি। বাকি ব্যাটারদের মধ্যে রাকিবুল হাসান ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। নুরুল হাসান সোহানের জায়গায় আজ অধিনায়কত্ব সামলানো শোয়েব মালিক করেন ৯ রান। শামীম হোসেন পাটোয়ারী ৪ রানের বেশি করতে পারেননি। মোহাম্মদ নেওয়াজের ব্যাট থেকে আসে ৫ রান। এরপর আজমতুল্লাহ ওমরজাইয়ের ৯, রাকিবুল হাসানের ১২ এবং হাসান মাহমুদের ১ রানে ১২৯-এ থামে রংপুরের রানের চাকা। রংপুরের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা হারিস রউফ রানআউট হন রানের খাতা খোলার আগেই।

রংপুরের ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন ওয়াহাব রিয়াজ। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন এই পাকিস্তানি পেসার। পকেটে ৩ উইকেট পোরেন আমাদ বাট এবং ২ উইকেট গেছে নাহিদুল ইসলামের ঝুলিতে।

news24bd.tv/সাব্বির