'হঠাৎ বৃষ্টি সিনেমায় ফেরদৌসকে আমি সুপারিশ করেছিলাম'

শ্রীলেখা মিত্র-ফেরদৌস

'হঠাৎ বৃষ্টি সিনেমায় ফেরদৌসকে আমি সুপারিশ করেছিলাম'

অনলাইন ডেস্ক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গত ১৫ জানুয়ারি ঢাকায় আসেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গতকাল সোমবার উৎসবে হাজির হয়েছিলেন নিজের পরিচালিত ও অভিনীত ‘এবং ছাদ’ স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘হঠাৎ বৃষ্টি’ ও ফেরদৌসকে নিয়ে কথা বলে শ্রীলেখা।

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’।

কলকাতার নির্মাতা বাসু চাটার্জী পরিচালিত এই সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। সেখানে ফেরদৌসের বিপরীতে নায়িকা ছিলেন ওপার বাংলার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পিয়াংকা ত্রিবেদী।

শ্রীলেখা বলেন, ‘ফেরদৌস একটা কথা কোথাও বলে না। তাকে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাতে নেওয়ার জন্য পরিচালক বাসু চ্যাটার্জীকে আমিই সুপারিশ করেছিলাম।

সেটা বোধহয় ও কোথাও কোনো ইন্টারভিউতে বলেনি। আজ আমিই বলে দিলাম। ’

এবার পাঁচ দিনের সফরে ঢাকা এসেছেন বলে জানান শ্রীলেখা। বাংলাদেশের সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। এ ছবিতে তার সঙ্গে বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও মোশাররফ করিমকে দেখা যাবে।

তিনি বলেন, পরিচালকের নাম ও ছবির নাম বলতে পারছি না এ মুহূর্তে। তবে এ ছবিতে ফেরদৌস ও মোশাররফ করিম থাকবেন। আগামী ফেব্রুয়ারিতে ছবির শুটিং হবে।

news24bd.tv/রিমু

এই রকম আরও টপিক