স্তন ক্যান্সার শনাক্ত করবে কবুতর!

ক্যান্সার শনাক্ত করছেন দুই মার্কিন চিকিৎসক

স্তন ক্যান্সার শনাক্ত করবে কবুতর!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নারীদের শরীরে ক্যান্সারের কোষ শনাক্ত করতে সক্ষম কবুতর। যুক্তরষ্ট্রের একদল গবেষক এমনই অবাক করা দাবি তুলেছে, যা চমকে দিয়েছে মার্কিন বিজ্ঞানীদেরও। বায়োপসি এবং ম্যামোগ্রাম স্ক্যানের মাধ্যমেই এটা প্রমাণ করে দেখিয়েছেন ওই গবেষক দলের সদস্যরা।

গবেষণা-প্রাপ্ত ফলাফলের পরে যুক্তরাষ্ট্রের অনেক হাসপাতালেই চিকিৎসকদের সঙ্গেই চাকরিতে রাখা হচ্ছে কবুতরকেও! বিশেষ করে নারীদের স্তন ক্যান্সার শনাক্ত করতে কবুতরকে সব থেকে বেশি কার্যকরী ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে।

মার্কিন বিজ্ঞানীদের গবেষণা প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮৫% ক্ষেত্রে কবুতর সঠিকভাবেই শরীরের ক্যান্সার কোষগুলোকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হলে এই মরণব্যাধি নির্ণয়ে সফলতা আরও বাড়বে বলেই মনে করছেন গবেষক অধ্যাপক রিচার্ড লেভেনসন। তার মতে, একটি পায়রা একজন চিকিৎসকের মতোই বলে দিতে পারছে ক্যান্সারের স্টেজ।

কিভাবে এই অসাধ্য সাধন হচ্ছে? 

বিজ্ঞান বলছে, মানুষের মতো কবুতরের মস্তিষ্কেও রয়েছে নিউরাল প্যাথওয়ে।

কবুতরের মাথার আকার মানুষের তুলনায় অনেক ছোট হলেও নিউরাল প্যাথওয়ের জন্যই পায়রা ক্যান্সার কোষ শনাক্ত করতে সক্ষম।
 

সূত্র: সিএনএন, সায়েন্টিফিক আমেরিকান

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর