কক্সবাজার জেলা পুলিশে গণবদলি

সংগৃহীত ছবি

কক্সবাজার জেলা পুলিশে গণবদলি

অনলাইন ডেস্ক

হঠাৎ করেই কক্সবাজার জেলা পুলিশের ১১০ কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে। জেলার প্রায় সব থানার কনস্টেবলদের বদলি করে পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে। গত ১১ জানুয়ারি পুলিশ সদর দপ্তরের এআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-৩) মো. মাহবুবুল করিম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়। তা

পুলিশ কর্মকর্তারা বলছেন, তাদের বদলি রুটিনমাফিক।

এর আগে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের পর ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর কক্সবাজার জেলার পুলিশ সুপার থেকে শুরু করে সব পর্যায়ের ১৩৪৭ সদস্যকে একযোগে বদলি করা হয়েছিল।

জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের বর্তমান ডিআইজি আনোয়ার হোসেন পুলিশের নানা অনিয়মের বিরুদ্ধে কঠোরতা দেখাচ্ছেন। যেসব পুলিশ সদস্যর বিরুদ্ধে অনিয়ম পাচ্ছেন তাৎক্ষণিক তিনি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন।

জানা গেছে, ২০২০ সালের ৩১ জুলাই পুলিশের গুলিতে মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ মারা যান।

এই ঘটনায় জড়িত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপসহ আটজন গ্রেপ্তার হয়। জেলা পুলিশের ক্রসফায়ার বাণিজ্য, মাদক ব্যবসার সম্পৃক্ততাসহ নানা অনিয়মের অভিযোগ উঠে আসে পুলিশ সদস্যদের বিরুদ্ধে। তারপরই ঢেলে সাজানো হয় জেলা পুলিশকে।
news24bd.tv/আলী