মোংলায় মেট্রোরেলের আরও একটি চালান আসছে আজ

ফাইল ছবি

মোংলায় মেট্রোরেলের আরও একটি চালান আসছে আজ

অনলাইন ডেস্ক

মেট্রোরেলের আরও একটি চালান আসছে। ৮টি কোচ ও ৪টি ইঞ্জিনসহ মোংলা বন্দরে আসছে বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন-৯। গত ২৭ ডিসেম্বর জাপানের কোবে বন্দন থেকে ছেড়ে আসা এ জাহাজটি বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে বন্দরের ৮নং জেটিতে নোঙ্গর করার কথা রয়েছে।

জানা গেছে, দুপুরের পর মেট্রোরেলের পণ্য খালাস করা হবে।

পণ্য খালাস করবে মেসার্স খুলনা ট্রেডার্স লি.। এ নিয়ে এখনও পর্যন্ত ১৪টি চালানে মোট ১৩৮টি কোচ ও ইঞ্জিন মোংলা বন্দরে খালাস করা হলো। বাকি আরও ৬টি কোচ ও ইঞ্জিন এ বন্দরে খালাসের কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমদানীকারক প্রতিষ্ঠান জানায়, মেট্রোরেলের কোচও ইঞ্জিন বোঝাই জাহাজটি প্রথমে সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে এসে কিছু মেশিনারিস পণ্য খালাস করে।

পরে ১৬ জানুয়ারি রাতে চট্রগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি ১৮ জানুয়ারি মোংলা বন্দরের উদ্দেশে আসছে। এছাড়া জাহাজটিতে ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন ছাড়াও ১২টি ইউনিটে আরও ৮৮টি প্যাকেজে মোট ৫শ মেট্রিক টন মেশিনারিস রয়েছে।

মোংলা বন্দরে নঙ্গর করা বিদেশী জাহাজ থেকে মেট্রোরেলের পণ্য খালাস করতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগবে বলে জানায় জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ।

news24bd.tv/হারুন