দুপুরে গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

ফাইল ছবি

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

দুপুরে গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। বুধবার (১৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলমোর পার্কে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।  

গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে আসররের সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন অপেক্ষা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাংলাদেশের সামনে।

অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে আফিয়া প্রত্যাশা ও স্বর্ণা আক্তারের ব্যাট হেসেছে। দুজনেই জায়গাও করে নিয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়। আছেন সেরা পাঁচে।  

বল হাতে মারুফা আক্তার ও দিশা বিশ্বাসও দেখিয়েছেন চমক।

৪ উইকেটে নিয়ে তিনিও সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় জায়গা করে নিয়েছেন। তিনিও আছেন সেরা পাঁচে।  

বিপরীতে প্রতিপক্ষ যুক্তরাস্ট্রের মেয়েরা হেরেছে আসরে নিজেদের প্রথম দুই ম্যাচেই। অস্ট্রেলিয়ার ও শ্রীলঙ্কার কাছে যথাক্রমে ৯ ও ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। তাই এই ম্যাচে হট ফেবারিট টাইগ্রেসরা।  

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছিল বাংলাদেশের মেয়েরা। ফেবারিট অস্ট্রেলিয়াকে বাংলাদেশের মেয়েরা হারায় ৭ উইকেটের বড় ব্যবধানে। আর শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

 news24bd.tv/হারুন