শীতে কাবু পঞ্চগড়বাসী, তাপমাত্রা ৬ ডিগ্রি

ফাইল ছবি

শীতে কাবু পঞ্চগড়বাসী, তাপমাত্রা ৬ ডিগ্রি

অনলাইন ডেস্ক

মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চলে। সপ্তাহজুড়ে ঘনকুয়াশা আর হিম বাতাসের কারণে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান গণমাধ্যমকে বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গতকাল তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এবারের শীত মৌসুম শুরুর পর থেকেই ভোগান্তিতে পড়েছেন পঞ্চগড়ের মানুষ। কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় ঢাকা থাকছে পঞ্চগড়। দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও তা উত্তাপ ছড়াতে পারে না।

বিকেলের পর থেকে জেলায় আবারও কমতে শুরু করে তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে হিমেল বাতাস বইতে শুরু করে।

শীতের কারণে নিম্নআয়ের মানুষ বেশি দুর্ভোগে পড়েছেন। কাজের জন্য ঘরের বাইরে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ।

news24bd.tv/হারুন