গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

প্রতীকী ছবি

গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের সালনা এলাকায় বাসচাপায় পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা ওই বাসে অগ্নিসংযোগ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. অহিদুজ্জামান।

তিনি জানান, সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস ওই নারী শ্রমিককে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত শ্রমিকরা ওই বাসে অগ্নিসংযোগ করে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।  

তিনি জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভাতে চেষ্টা করলে শ্রমিকরা বাধা দেয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।

প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শ্রমিকরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের পরিচয় জানা যায়নি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর